অবান্তর -
========
মোঃ রহমত আলী
=============
সাঁঝের মাঝে এ এক অন্য সাজ,
সাধের অপূর্ণ রাজ স্বপনের ভাজ।
গোলাপের খুশবু করে যে আঘাত,
কাটা বিধিলে ও সে করেনা কর্ণপাত।
নেই দুয়ার খোলা আর সাধ্যের,
সেই অপরূপ প্রভাতের প্রভাত।
চামাড়ের চামচ দিয়ে শিয়ালের জাল
রাক্ষসের পিপাসায় দরিদ্রের আঁখিজল।
রাতের গভীর অন্ধকারে লুকানো,
কত শতক চুপচাপ গোপন রাজ।
কে জানে কার কান্না কেন কেমন,
প্রজাপতির মুখ হতে,দানা কেড়ে
নেয়,চতুর চামচিকা ছলেবলে যেমন।
ঘর পোড়া মৌমাছির আর্তনাদ,
শুনে এখন আর কোন কানন।
সাজ সাজ সজ্জার মাঝে এক সাঁঝ,
অগণিত মুকুল ঝরে ঝরা ঝার।
ছল,বল,কল,কালো কৌশল,
এই তো কি দারুণ সাজে-সজ্জিত,
রোজদিন মৃত মনুষ্যত্বের জিন্দাবাজার।
প্রশ্ন অবান্তর তবু জানান দেয় উত্তর,
কে কার কার অন্তর,কত আর সুন্দর।
আছেন জনে -ক চার, এক মোরগ
বারংবার করিতে চায় হারাম ; হালাল।
০৭.০৩.২০২৩