নন্দিত নিন্দা
============
মোঃ রহমত আলী
============
নন্দিত নিন্দার করিনা আমি চিন্তা,
জিন্দা থাকলে নিন্দা তো রটবে-ই।
বদ-ইশারার আঙুল এইতো আমার দিকে,
এগিয়ে যেতে হিম্মৎ যোগায়ে দিচ্ছে।
পরোয়া করিনা তো অনুচিত সমালোচনা,
যতই করুক পিছু-জনে এ-ঐ আলোচনা।
পাইনি তাতে কি ? খোয়াতে হয়েছে যা,
সময় তো আজও আছে জোয়ান তার,
যেতে যেতে যাইনি সেই দরোজায় আর।
আমি উম্মিদ এর ভেলায় বেয়ে-বেয়ে,
নিরাশার সমুদ্রে আশায় পাড়ি দিতে চাই !
কিনারে যদিও নিদারুণ নিন্দাকারী পাই।
আদৃত নই আমি অপেক্ষার কৌতূহলী,
তাই নির্মাণ করি রোজ স্বপনের গৌরব।
সুসময়ের নিন্দা করে অনেকেই চুপি-চুপি,
দুর্দিনের নিন্দা সে তো আর আকাশচুম্বী।
তোয়াক্কা করিনা আমি দু-মুখো মুখোশ,
যারা সামনে আপন,পেছনে বড় দানব।
আমার আমিকেই চিনি না,কি আজব ?
তবু নিন্দুকের নিন্দায় কান-পাতে নির্বোধ,
আলোচিত বিষয় নয় তবুও আলোচ্য,
বানিয়ে আনন্দ করে নিন্দাকারীর দল।
ঘাম ঝরানো সময়ের কর্ম হিসাব,করে না
তারা আর,করে শুধু সবার নন্দিত নিন্দা॥
২৯.০৫.২০২৩