নীতিকথা -
============
মোঃ রহমত আলী
============
নীতি কথা অনেকেই কয় বটে,
নীতি কথা কয়জন রাখে খুব মনে।
নীতিবান অনেকেই বুঝিয়ে দেয়,
সমাজকে বটে,কিন্তু নীতি-করণ,
কজনেই বলো করে।
নীতিবান একজনই বটে
মহানবী (সাঃ) তাহার নাম
সকলেই তাহাই জানে।

এ সমাজে নীতিবান
যারাই আছে,গঞ্জনা-বঞ্চনা
লেখা তাদেরই রেখা মাতে।
নীতিবান পন্ডিত আছে
কিছু এ সমাজে বটে,
ব্যনীতিয়া কর্মকাণ্ড তারাই
করে সমাজের,অথচ দ্বীনি
নীতি কথা বলে তারা সারাবেলা।

নীতিকথা এক কথা,
ছেপকে থাকে ঠোঁটের সাথে,
এই সমাজে সব মোমেনে।
বাস্তব রূপ দেয় না কেউ,
নীতিবান সেই ব্যক্তিকে।
নীতিবান একাই থাকে,
এই পাষাণ সামাজিক
জীবন থেকে একাকী বঞ্চিত।

২০.১০.২০০৩