মুখ-মুখোশ -
=============
মোঃ রহমত আলী
=============
বন্ধুর ঠিকানায় দুশমন দাঁড়িয়ে,
দুর্বলের বদনে শক্তের আঘাত।
ব্যভিচারের প্রতিবাদ সুষম ব্যবহার,
বর্ণ ছাড়া করি সবে খামোশ প্রতিকার।
থাকিবেনাকো সদা আর দুর্দিন চিত্র,
আল্লাহ মোদের একমাত্র পরম মিত্র।
অন্যায় হবে একদিন পদতলে নিমজ্জিত,
ন্যায়পরায়ণ জাগিবে হয়ে উজ্জীবিত।
জনাব জালিম আছে যারা খবিশ,
সত্য-প্রমাণে তারা জ্বলিবে বিষে-বিষ।
খুবই দুর্বল তাইতো সদা মুখে-মুখোশ,
হার মানার ভয়ে মিথ্যুক রোজ বেহুশ।
বন্ধুত্বের দুশমন শেষমেশ বন্ধু'ই হলে,
ন্যায়-অন্যায়ের জবাব দিতে-নিতে,
বিনিময়ের আপোষ না হয় অত্যাচারে।
দুঃসাধ্য যেমন করে ছিলেম সবে সাধ্য,
পরাজিত হয়েও আবার জাগা-জাগ্রত।
আগে যেতে দাও ভিখারির থালা,
পিছে জমিদারের হাত শক্ত শিকলে,
ফকিরের পায়ে-পায়ে মজবুতি বাঁধা।
শিক্ষা বিবেকের ছিলে বড় দরকার,
কানার দরবারে মাঙ্গে বোবা বিচার,
বধির লিখে দেয় রায়ের এক অস্কুট,
এখানেই শেষ জোর যার কার ভিখবেশ।
১০.০৩.২০২৩