মেলা -
============
মোঃ রহমত আলী
============
মেলা মেলা মেলা
মেলায় চলে হরেক রকম খেলা।
চরকি ঘুরে,যাত্রাপালা,
পুতুল নাচে,জুয়া খেলা,
আছে মেলায় হরেক রকম খেলনা।
মেলার মিঠাই খুকু খায়,
মাটির ব্যাংক কিনে বাবা,
খুকীর চুড়ি,আলতা,ঝুমকা,
খোকার জুতা জোড়া।
গ্রাম গঞ্জের মেলায়,
জমে মনের মহা মিলন মেলা।

মেলা মেলা মেলা
শহর জুড়ে রঙ্গীন মেলা,
রঙ বেরঙের খেলা।
পাড়া মহল্লার ঘোপ ঝোপেতে,
চলে দেখি কিশোর গ্যাং এর,
বাঁদরামো আর খামখেয়ালিপনা,
খোলামেলা মারামারির মেলা।
নিরীহ সবাই নীরব দেখে তা,
এই যে,জমেছে মেলার খেলা।

মেলা মেলা মেলা
বর্ষপূর্তির দিনে এই জমে উঠে,
বাউল মেলার মেলা।
গানে-গানের বাউলা সুরে,
এক দো-তারার মেলা।
পাগল মেলা,ফকির মেলা,
বড়লোকের পার্টির মেলা।
মেলায় লুটায় টাকা মেলা,
বিলাসবহুল বিয়ের মেলা,
মেলা শেষে আবার খেলা।

মেলা মেলা মেলা
জেলখানাতে বন্দি মেলা,
বাহিরে আবার জমেছে খেলা,
স্বজনদের ঐ দিদার,
পাওয়ার খায়েশ মেলা।
বাল্যকালে পুতুল বিয়ে আর,
হরেক সখের মজার খেলা।
এই যুগে আর নেই তো ভাই,
সেই সময়ের সে সব খেলার মেলা।

মেলা মেলা মেলা
শীতের সকাল-সন্ধ্যা,পিঠার মেলা।
ফুলের মেলা,পাখির মেলা,
চোর-বাজারে চোরাই মালের মেলা।
ফলের মেলা,মাছের মেলা,
বই-মেলা,আর বৃক্ষ মেলা,
ঈদ মেলা টা সেরা,বৈশাখেতে
বৌবাজারে জামাই মেলা জমা।
গরীব হাসে যখন যেমন,
খুব-খুশিতে খোলামেলা।
সবশেষে যে বসবে আখির,
বিচার দিবস শেষ মেলা।
মেলা মেলা মেলা

৩০.০৪.২০২৩