কি এ জীবন -
============
মোঃ রহমত আলী
============
কি এ আমাদের মানব জীবন,
আজও ঠিক বুঝা হলো না।
এ জীবন কি কোন রাতের
শিশীরে ভেজা ঘাস।
নাকি মাঝ দরিয়ায় কোন ডুবন্ত কিস্তি।
এই নয়তো তবে আর কি ?
এ মানব প্রাণ যার নাম জীবন।
কখনো আবার মনে হয়,
আমার এ জীবন যেন,
কোন মরুভূমি প্রান্তরের
খুবই পরিশ্রান্ত ক্লান্ত এক উট।
নয়তো আবার বুঝি ! এক বৃক্ষ
যে এক পায়ে দাঁড়িয়ে রয়েছে
আকাশ পানে নয়ন মেলি।
এছাড়া আর কি হতে পারে,
এ জীবন মানে- যা একবার
শুরু হয়ে চিরতরে শেষ হয়ে যায়।
কি এ জীবন ?
কিভাবে শুরু আর
কোথায় গিয়ে-ই বা শেষ।
মরণ কি এর শেষ ঠিকানা !
নাকি মরণের পরেও
আর কিছু আছে এ জীবনের।
তবে কি ? কি ?
মনে হয় আমার এ মানব জীবন,
যেন একরাশ কালো মেঘ,
যার আসল সীমান্ত ঐ আকাশ।
কি এ জীবন ?
সংগ্রামী কোন মিছিল, নাকি !
ভালোবাসায় ভরা এক উড়ন্ত চিল।
না আবার চিতায় পুড়া ছাই,
এই নয়-তো তবে কি এ জীবন ?
এ জীবন কি !
জ্বলন্ত কোন চিরাগ,
না জমানো এক বরফ টুকরা,
যা নিমিষেই গলে-গলে হয়ে যায় জল।
নাকি কারো রিস্তায়-বন্দি এক কাক,
এ মোদের মানব জীবন।
এ মানব জীবন কি !
অতীতের শুধু রাশি রাশি স্মৃতি,
নাকি ভবিতব্যের কোনো এক স্বপ্ন।
না আবার বর্তমান এই সময়,
না- মনে হয় আমার এ জীবন,
একটি জনশূন্য বেদে বস্তি,
যা বাতাসের মতো এক যাযাবর জীবন।
এইতো জীবন,
যা পবিত্র এক আমানত,
পূর্ণ কর্মের জন্য খোদার দান।
তবে কেন আমরা এত ছোট
এ জীবনে পাপের জন্ম দেই।
এ জীবন তো কবরে-ই
শেষ বিছানা নাকি !
জীবনতো ওকেই বলে,
যে অন্যের জন্য সহসা হতে পারি।
জীবনতো এটাই হতে পারে,
যে নিজ সঙ্গে যুদ্ধ করে !
এ জীবন তো এক নাটকীয় মঞ্চ,
যেখানে সবে শুধুই সুন্দরের পূজারী।
কি এ জীবন,
মোমের তৈয়ারী শোপিস,
যা একটু বেদনায় চিরতরে
নিমজ্জিত হতে চায়।
না আবার কঠিন পাথরের
এক মূর্তি যে পাষাণ।
কি এ জীবন,
অভিমানী কোন রাত,
নাকি অশ্রু ঝরা ভালবাসা,
যে শুধু কাঁদাতেই জানে।
এ মানব জীবন তো আমার
এক ছলনা গোলক ধাঁধা।
কি এ জীবন,
জ্বলন্ত কোন দিয়া,
যা একটু হাওয়ায়
একাকী অনুভূতি করি।
এ জীবন বুঝি
এক পুতলা মাটির যে শুধু
দুঃখ পেতে ভালবাসে একা হয়ে।
কি এ জীবন,
কোন দিগন্তের শেষ সীমানা,
নাকি এক ধাপ এগিয়ে যাওয়া
কমন্ত বয়স যা সর্বদা
আমাদের মুখে-মুখে।
সত্যি কি এই জীবন !
তবে আর কি হতে পারে
এ জীবন মানে ভাবি আমি তাই।
কি এ জীবন,
আঁধার রাতের এক নীরব রাজপথ।
না কোন গায়ের,
কাদামাখা হাহাকার মেঠো পথ।
না না মনে হয়
এ জীবন একরাশ বৃষ্টি।
কি এ জীবন,
নেশায় রাঙ্গা কোন
এক রাতের জলসা।
নাকি এক সুরাহী সারাব,
যে করে দেয় বদনাম।
এ জীবন তো তারই দান,
ভালোবাসা যার নাম।
কি এ জীবন,
বিষাক্ত কোন গ্লানি,
বহন করা এক পচা অতীত
যা শুধুই গঞ্জিত হয়ে কাঁদে !
কি এ জীবন,
আহত এক খনজর্
যে কভু জীবন যুদ্ধে,
সারা-কাল সংগ্রাম করেছে।
এ জীবন কি অসহায় কোন
ঘাসে ভরা কাদামাটি,যাতে
লুকানো রয়েছে হাজারো কঙ্কার।
কি এ জীবন,
আমার অবহেলিত কোন এক ডাস্টবিন।
যার বুকে জমানো রয়েছে ময়লা কাকন।
নাকি ঠিকানা হীন,
কোন এক হাহাকার রাজপথ।
যা একদিন মিশে যাবে,
মেটে ঘরে কবর হয়ে।
কি এ জীবন,
কারো কারো ছেঁড়া কাফনে ঢাকা,
কোন এক বেওয়ারিশ লাশ।
নাকি জীবন সংগ্রামে হেরে যাওয়া
কোন এক অতীত সময়।
তবে আর কি হতে পারে,
এ মানব জীবন মানে,
আজো আমি ঠিক বুঝলাম না।
কি এ জীবন,
কোন এক ঈদ বেলার মত,
ক্ষণিকের জযবা মেলা।
নাকি একাকী এক বোতল সারাব।
মোরা সবে এই আছি,এই নাই,
এ ভবের জীবন নামক নাট্টালয়ে,
তবু কেন আমরা মিছে
এ জীবন লয়ে করি এত অহংকার ॥
২৩.১১.২০০৩