যেখানে বঞ্চিত সহসা
==============
মোঃ রহমত আলী
==============
যেখান থেকে বঞ্চিত মানবতা,
সেখান হতে-ই শুরু করি রচনা,
আমি এক নতুন কবিতা।
মানবতার দ্বারে দ্বারে
ভিক্ষা চায় সহানুভূতি।
ধিক্কার দিয়া হিন্য করে,
সহানুভূতির এক এক দরবার।
তুচ্ছ ভাবি,করুণা করি,
নাহি দিলে সাহস,
ঐ সেই মানবেতর কে !
লাঞ্ছিত করে ফিরায়ে দিলে
বিবেকহীন মানবে।
লাঞ্ছনা করিলে শুধুই তাহাদের,
নাহি মুদ্রা যাহাদের কামিজে।
বঞ্চিত যেখানে ইতিহাস সম্মানের,
আকাঙ্ক্ষিত ভবিষ্যৎ নষ্ট করিলে,
বেমানবতার বাণী শুনায়ে।
কাম্য করিলে যাহার কাছে তুমি,
সহানুভূতি নামের মানবতা।
সেই তোমাদের বঞ্চিত করিবে,
সহানুভূতির দাবিতে।
সৎ কর্ম তোমাদের
হামেশা সাহায্য করিবে,
দরবারে এলাহী-র সহানুভবে ।
০১.০৯.২০০৪