হারমান
============
মোঃ রহমত আলী
============
লড়তে লড়তে এ জীবন সংগ্রামে,
ক্লান্ত আজ আমি পরাজয়।
অধরে আমার অন্ধকার দীপা,
সান্তনা শুধুই নায়না-ধারা,
পরাজিত যোদ্ধা এখনো রণক্ষেত্রে,
লড়ছে একা জীবন যুদ্ধে।
যাহাদের লাগি সারা জীবানে
জীবান যুদ্ধ করিবে তুমি,
একদিন এমন আসিবে তাহারাই
তোমাকে হার মানাবে বুঝি।
তবুও সংসারী যোদ্ধা,
হার নাহি মানিবে সংসার যুদ্ধে !
তাই যে স্তম্ভিত রয় সে।
তবুও আমি হার নাহি মানবো,
কোনো-দম লড়তে থাকিবো
আমিই একা সর্বদা অবিরাম।
হার মানিলু আমি আপনে আপনের সনে,
জয় বুঝি নাহি আর আমার নিয়তে।
তবে আজ আমি সত্যি হারমান,
মিছে আসার এ সংসারে।
শত বদনাম ঝুটা সাজায়ে,
হার মানাইলো শেষে আমার
জীবন সঙ্গিনী'নী,তবু সত্যের সন্ধানে
আমি আজও নাহি হারমান।
২৩.০৫.২০০৫