এক-পাগলা-ফকির !
===============
মোঃ রহমত আলী
===============
আসছে চলে পূর্ব হতে,
হাঁটি-হাঁটি পায়ে-পায়ে,
ছেঁড়া চটের জামা গায়ে।
খুশবু  সু-দুর্গন্ধের
ছড়ায়-ছড়ায় সবে মম
দেখছে তাকে অপলক হীন,
দৃষ্টিতে দাঁড়ায়-দাঁড়ায়,
তাকায়-তাকায়, দুই পায়ের
তালু হতে আলতা রঙের !
রক্ত ঝরে, চলছে পথ
ছেপে-ছেপে  পাগল-পাগল
বলছে সবে ঢিল টি
ছুড়ে তাহার পিঠে,
ঐ দুষ্টু ছেলের দল টি
ছুটে তার-ই পাছে।
হৈ-হৈ করে জনও সবে
সচেতন বলে ! অসহায়
কান্ড দেখছে খুব -ই
মজা করে, তামাশা ভেবে।

চীনা পাগলা নাম তার !
দোয়ার মতোই গাল
দেওয়া কাম তার।
পয়সা দিলে আর,
নেয় না সে, কেড়ে
নিবে তাই পকেট হতে।
ক্ষুদা পেলে খায় না সে,
পিয়াস হলে শুধুই কাঁদে যে !
মাঝে মাঝে ভিক্ষা করে,
মন বেশি পাগলা হলে।
যাকে তাকে সালাম করে,
যেন কেউ না তাকে
আর পাগল বলে।
মিষ্টি মিষ্টি হাসতে থাকে,
নিজের মুখটি নিজের
কাছে-ই  লুকিয়ে রাখে,
হঠাৎ ! একদিন সাহস করে
অবুঝ মনে নদী -পথে,
চলতে গেলে আঁধার রাতে,
উল্টো সাঁতার করবে বলে,
তবু কেনই বা কেমন করে,
সর্বশেষে ডুব দিলে, তাই
এক পাগল হারিয়ে গেলে ।

===০২-০৩-২০১০===