সংশয় -
============
মোঃ রহমত আলী
============
খুলে যদি যায় মুখ,
মিটে যাবে কলমের ভুখ।
পিপাসায় পাথর,
পাপের লেখা শেষ অক্ষর।
গলাবাজি চুপ,
হিসাবের খাতায় অধিক ভুল।
মাধুর্য্য নির্মূল,
মানুষে মানুষের খায় ঘুম।
মাথাপিছু যম,
অবিকল মানুষের মতন।
ক্ষেতে আক্রমণ,
নষ্ট করবে পোকা ভালো ফসল।

দু-হাতের আমল,
বুঝবে মরণ হবে যখন।
চোখ কান খোলা,
তবু অন্ধ বধির তারা যারা।
পার্থক্য তুলনায়,
একে অন্যের ক্ষতি সাধনায়।
উচিত উপমায়,
উপহাস করে উদ্ভট লোকেরাই।
আনমনা বাসনা,
সংশয়ে নিঃস্বার্থপর কামনা।
আসল বেঈমান,
শয়তান কখনোই হার মানে না॥

১০.০৬.২০২৩