চালচিত্র -
============
মোঃ রহমত আলী
============
পেয়ে গেলে পূর্ণতা।
গর্ব হলেই শূন্যতা।
চুপচাপ বুদ্ধিমান।
বোকার স্বর্গ সোজা।
অতি চালাক ফেঁসে যান।
মিষ্টভাষী পার পান।
দুষ্টু চাষী হাল হারান।
বাচাল হন পেরেশান।
হার মানে না শয়তান।
লোভী মন সব খোয়ান।
জালিম জব্দ জুলুমে।
ধৈর্যধারণ এক নেয়ামত।

সুচরিত্র খুবই মূল্যবান।
সত্যবাদী সদা জিন্দাবাদ।
মিথ্যা ক্ষণিক তো মুর্দাবাদ।
উপহাস করা নিচু খেয়াল।
উপকার সেতো নয় এহসান।
ঘুষ-সুদ এর সুখ কতদিন।
হালাল পাকা আম মধুমিল।
হারাম হজম মুশকিল।
জখম শেফা পায় একদিন।
অন্তরে আঁকা দাগ চিরদিন।
গীবত নহে উপদেশ দিন।
আশপাশের খবর নিন ।।

২১.০৩.২০২৩