"বঞ্চিত'জনতা'কণ্ঠ"
===============
মোঃ রহমত আলী
===============
আমি ঐ কন্ঠ ! যে কন্ঠ !
বঞ্চিত ভাষার উত্থান।
আমি ঐ জনতার
আওয়াজ, যে সব
জনতা গঞ্চিত ইতিহাস,
যাদের আওয়াজ আজও
তুলে-নি কোন ইতিহাস,
আমি হতে চাই ঐ সব
জনতার আওয়াজ যাদের
কন্ঠ বঞ্চিত শব্দ।

সাক্ষী আজও ইতিহাস
বঞ্চিত জনতা কণ্ঠ
গুমরে করে প্রতিবাদ,
ভাবন(স্রষ্টা)-তরে দেয়
আওয়াজ মানবতার
জন্য প্রতীত -তান।

সাধারণ জনতার বঞ্চিত
কন্ঠ ভব-তরে দেয়
পুকার অন্যায়ের বিরুদ্ধে
ন্যায় বিচার চায়
ভাবন-তার রায়।
আকাশ ভারী !
আজ জামিন ভারী !
ভারী বাতাস বহে,
বে-মানবতার হিসাব চাহে
গুমরে বঞ্চিত স্বরে !

===২৩-১০-২০০২===