বীর -
============
মোঃ রহমত আলী
============
ওহে বীর-
তুই হলি কবে হতে,
এতো রে কাহিল,
তোর চোখে কেন,
আজ এত নিন্দ।

ওরে বীর-
তোরা ছিলি সব,
এক ধনুকের তীর,
তবে কেন তোরা আজ,
সব ছিন্নভিন্ন বীর।

আরে বীর-
এক ঘাটে বসে,
তোরাই -তো এক-কাল,
খেয়েছিলি-জলপান,
ছিল কত যে অন্তমিল।

জাগো বীর-
তোমাদের মতামত মিলাও,
হয় যেথায় অমিল,
যাও জাগো একসাথে,
প্রহরায় পথে ফুটপাতে।

তবে বীর-
ফের উচু কর তোরা সব,
এক হয়ে শির,
এই নিশান উড়িয়ে -দে,
হাতে-হাত ধরে থির।

ওঠো বীর-
দেখো রাতের আকাশ,
নক্ষত্রের কত ভিড়,
দূরে-দূরে বহু তবু,
দেখায় তাদের কক্ষপথেই।

চলো বীর-
আজি সবে এক হয়ে,
এক কাতারে হও সামিল,
সংগ্রামে সংসারে মানবতার,
জিৎ হবেই হবে একদিন।

বলো বীর-
সংগ্রামী যোদ্ধা মোরা চিরদিন,
মা আর মাটিতে মোদের জেদ,
হার মানলে ও জিতবে ঠিকই
আরেক সৈনিক বীর।

কে বীর-
যে পালিয়েছে ময়দান ছেড়ে,
নাকি যে লড়াকু সিপাহী,
সম্মান তো দুজনারই,
তবুও কেউ তো আছে বীর ॥

৩০.০৫.২০২৩