ভাঙ্গা ভাঙ্গা মন -
============
মোঃ রহমত আলী
============
আজ মন আমার ভাঙ্গা ভাঙ্গা একা
তবু যায় না কেন তোমায় ভুলা।
মনে মনে ভাবে মন তাই,
কে ভাঙ্গিলো আমার এ অবুঝ মন।
একি মন ময়না-ই  তো
ভাঙ্গিলো আমার মন মন্দির।

আগে আর পিছে দুঃখ শত
আছেই সাথে লেগে,
সুখ গুলি বুঝি সব আজ
খুবই সকালে গিয়েছে শুয়ে।
স্বপনের দুয়ারে ভাঙ্গা ভাঙ্গা মন
আজও আছে দাঁড়ায়ে,
মাঝরাতে জেগে একা আজও
করছে কেউ পচা প্রেমের পূজা।

ভাঙ্গা ভাঙ্গা এ মনে আমার
এক ঝুড়ি বঞ্চনময় বেদনা।
তবে তুমি কি ওগো মোর সাথী
এর কোন একটুও ভাগ নিবে না।
তবে কেমন অবুঝ এ
ভাঙ্গা ভাঙ্গা মন আমার,
আজও বুঝতে চায় না,
আমার মত আমায় তুমি সত্যি করে
একটুও ভালোবাসো না ।

১১.০৬.২০০৭