আত্মকথা
============
মোঃ রহমত আলী
============
ওহে ডাক্তার সাহেব !
সেবার নামে কেন করেন ,
রোগীদের সঙ্গে দুর্ব্যবহার।
রোগীর যন্ত্রনা শুনিতে
মনোযোগী নও তো তোমরা।
তবে কৃপা করে একটু হও ,
রোগীর সহযোগী ভাই চিকিৎসক।
ও ডাক্তার সাহেব !
কত টাকা তোমার হয় দরকার ,
একই টেস্ট করিয়ে,লিখে ঔষধ
কমিশন কেন খাও বারবার।
রোগ কেমনে ধরা খাবে ,
প্যাথলজি বিভাগে আছে কিছু আনাড়ি।
ওগো ডাক্তার সাহেব !
তোমরা কি কসাই নাকি ডাকাত ,
অসহায় রোগাক্রান্ত বলেই তো ,
তোমাদের দ্বারস্থ আমরা।
তবু কেন সম্পূর্ণ চিকিৎসা ব্যবস্থা
দু-চার বাদে প্রায় সব টাকার গোলাম।
বাহ্ ডাক্তার সাহেব !
অসুস্থ মানুষের কাতরানো দেখে ,
মজা-মশকরা করছেন।
বেশ দারুণ আপনার বিদ্যা ,
বুঝবেন যখন করুণ
ব্যাধিতে ভুক্তভোগী হবেন।
আহ্ ডাক্তার সাহেব !
যদি মানবিক সেবক হতে না পারেন ,
তবে তো বৃথা আপনাদের ,
বহু পরিশ্রমে লক্ষ-কোটি ব্যয়ে
নির্মিত হাসপাতাল ও উপাধি আপনার।
আরে ডাক্তার সাহেব !
একি করলেন ভাবেন তো একবার ,
ভুল চিকিৎসায় কেড়ে নিলেন
যে কত রোগীর প্রাণ।
আপনার ভুল অপারেশনে আজও ,
ক্ষতবিক্ষত পঙ্গু কতক রোগীর
স্বাভাবিক জীবন-যাপনের মান।
ওরে ডাক্তার সাহেব !
ধৈর্যধরে শোনেন একটু
আবেগ-বিবেক লয়ে ,
অসুস্থ মানুষের খুঁটিনাটি
দুর্দশা আর আর্তনাদ।
টাকাই সব নয় সাফল্যের মূলে ,
দোয়া-আশীর্বাদ ও হয় দরকার।
১১.১১.২০২৩