অপূর্ণ -
============
মোঃ রহমত আলী
============
দৈনিক কাজা ফজর আজও,
রোজ দেরি জোহর আদায় করি।
আসর হলে হক মনে পরে,
মাগরিবের সময় কম তবু নামাজি,
এশা তে একা জামাত কম বেশি।
তাহাজ্জুদ আদায় করি কি কখন,
ইশরাক চাশত খবর জানা নেই যখন।
ফরজ রোজা রোজ রমজানে,
কতটুকু হয় সঠিক পূরণ,
যাকাত হিসাবে করে কি পূর্ণ আদায় !
ঈমানের বোধ আছে যে ঘুমায়।

লোক দেখানো সালাত
ছিল না তো এ আমার।
তবু কেন বলে উঠে লোকে,
ঐ দেখ কেমন করছে আদায় সালাত।
মাফ করে দেন আল্লাহ আমায়,
অতি গুনাহ আমলনামায় আমার।
বছর সারা হয়নি আদায়,
ঈদের দুই জামাত ছাড়া,
আমিই বড় অধম পাপি,
রোজ ফজর ঘুমে থাকি,
তবু আমায় দাও গো মাফি,
তুমিই আমার এক আল্লাহ
ইয়া রাব্বুলআলামিন। আমিন।

০১.০৫.২০২৩