আওয়াজ
============
মোঃ রহমত আলী
============
কত বল তবু দুর্বল,
এত মাথা কেন পাগল।
দামে সস্তা সব ছাগল,
মুখ কালো ভাষা উজ্জ্বল।
হাসি খুশি শেষে মাশুল,
খেয়ে চেটে লুটে উশিল।
জুয়া খেলে জিতে কৌশল,
হেরে বাজি বকে অশ্লীল,
ছেলে মেয়ে ভুখা কান্দিল।
আধা পাকা খাই কাঁঠাল,
আর বাকি সব মঙ্গল,
গাছ কেটে সাফ জঙ্গল।

কত জনে কত কোন্দল,
তবু চাল বাজ চঞ্চল।
বাজি মাত হল কেবল,
জাত পাত লুটে কুশল।
পথ ঘাট পুরো বিকল,
কাজ শেষ শান্ত বিকাল।
আছে তবে কেউ কাঙাল,
হাত বাঁধা দামে আকাল।
গাছ পাকা ফল হালাল,
সস্তা গোস মাছ পালাল।
বাবু সাব তুমি দুলাল,
পোষা পাখি আজ দালাল,
বলে আমি হই আবাল।

এতো মাল চোর সামাল,
সব গেল কই দামাল।
কর্তা কাজ কাম হারাল,
খুজে কড়ি জ্বেলে মশাল।
চোখে জল ঝরে আসল,
ব্যাথা কার তবে নকল।
চাষী তোর ভাঙা লাঙল,
গরু দুই শেষ সম্বল।
ভাতা পেল ছেঁড়া কম্বল,
কাটে দিন রাত শীতল।
বহু ফুল জবা বকুল,
মালা গাঁথা প্রেম কবুল।

এতো চাপ শুভ সকাল,
এই কাজে আছে ভেজাল,
সুদ ঘুষে স্যার মাতাল।
কুলি ঘেমে শ্রমে উত্তাল,
মুন্সি চুপ মুখে শিকল।
ধোপা জামা ধুয়ে সফল,
গঙ্গা জলে করে গোসল।
পড়ে ছাত্র ছাত্রী সকল,
আজ ছুটি বাজে মাদল,
মেঘ ডাকে ছুটে বাদল।
ছন্দে গান গায় বাউল,
বুঝে কেউ কথা প্যাচাল,
কবি মন বড্ড বাচাল।

কত জন আছে চাড়াল,
তবু থাকে তারা আড়াল।
কথা গুলো মিঠা কামাল,
কেটে দেয় গাছ টোটাল।
সবে তার দ্বারা কাহিল,
নেই কিছু আর হাসিল।
মনে করে আমি কাবিল,
ধরে মারে সুখী কোকিল।
সব বুঝি নিজ কপাল,
থাক যার তার আমাল।
এরা পুরো দমে গোয়াল,
হবে নিজ কর্মে ঘায়েল।

এত দাম নেই নাগাল,
দামা দামি করে সরল।
প্রভু তুমি করো খেয়াল,
মন বড় আজ উথাল।
শুনি চালু খুব শিয়াল,
আছে বসে ভেজা বিড়াল।
মাঙ্গে ভীখ তুলে আঁচল,
দেও বাবা খাই আপেল।
পথে ঘুরে কিছু ফাজিল,
কেউ আছে ঠিক কামিল।
আঁখি জলে মুছে কাজল,
থাকি এই কোন অঞ্চল,
কোন হাটে বেচে আকল॥

২৯.০৪.২০২৩