আক্ষেপ !
=============
মোঃ রহমত আলী
=============
মোরা এই আছি
এই নাই নাট্যালয়ে,
তবু বেঁচে আছি,
কত কি কষ্ট লয়ে।
সংগ্রামী কেউ দুনিয়ার,
কেউ বা আখেরাতের।
আবার উভচর অনেকে,
খয়রাতি দো হাতের।
মনোবল বড় বীর,
হুশ এলে হাল ধর,
চালচলন ঠিক কর।
দুই পলকে গড়মিল,
জবাবে কেমন ফাকফোকর।
চেয়েছিলাম তবে যা,
পাওয়া হলো না তা।
রটে ছিলে যা বটে,
সবটা'ই কি তা ঘটে।
মানে না তো মন তবু,
নিতে হয় মেনে হালত।
উপযোগী যা অনুপযোগী,
একদিন হয়ে যায় তা।
ধুপ ছায়া'র এ মেলায়,
ঘুরে-ঘুরে পথ শেষে,
শেষ ঠিকানায় ॥
২৯.০৩.২০২৩