এখন মাঝরাত
============
মোঃ রহমত আলী
============
এখন মাঝরাত
ঘুমিয়ে আছে নক্ষত্র গগনের,
মেঘ আড়ালে ছুপায়ে।
জেগে আছে একা হেলাল
গগনের এই রাত পাহারায়।

এখন মাঝরাত
ঘুমিয়ে আছে শহর সারা,
জেগে আছি আমি একা,
আর ঐ লাইট পোস্ট।
বাতায়ন খোলা আমার
ঘরের,কদাচিৎ হাওয়া
পাল্টে দিল বইয়ের পাতা,
উড়িয়ে দিয়ে বাতায়ন পর্দা।

এখন মাঝরাত
ঘুমিয়ে গেছে নগরীর রাজপথ
জেগে আছে একা গায়ের
কাদামাখা মেটো আধার পথ।
ভালোবাসা বেদনা গাঁথা
বিরহের মালা,এটাই বুঝিয়ে দেয়
এখন মাঝরাত ।

২০.১০.২০০২