আদ্যপ্রান্ত
============
মোঃ রহমত আলী
============
এগিয়ে যাওয়া সময়ের উত্থানে,
পরাজিত সেই পতনের উচ্ছ্বাস।
ভাঙ্গা ভাঙ্গা সাধনা অপ্রিয় তাতে কি ?
গমন নির্ধারিত এক অবধারিত সময়ের
শেষ অংশে যে ভাঙ্গনের ঢেউ
আছড়ে পরে বুকের পিঞ্জরে।
বিধান মিটিয়ে দেওয়ার জন্য যথেষ্ট,
তবু ফিরে পাওয়ার ব্যর্থ অঙ্গীকার,
ভুলে যেতে বাধ্য সীমানা পেরিয়ে
অজান্তেই ছিড়ে ফেলা কোন এক
স্মৃতির ছবির মত যন্ত্রণার বালুচর।
বরেণ্য কষ্টের অশ্রু রংয়ের নিরীক্ষায়
হারমানা গবেষণায় ভালোবাসার জন্ম।
অবান্তর সুখ খুঁজে ফেরে পথিক,
বিদায় লগ্ন যদি হয় আশীর্বাদে তুষ্ট।
নাম না জানা বহু রোগা বেদনার বিচরণ
ধমনীর আদ্যপ্রান্ত জুড়ে অবিকল সুখ,
প্রসারিত আনন্দে কার যেন এক দুঃখ।
পিঞ্জর সর্বদাই খোলা,উড়ে যেতে প্রস্তুত
পাখিটা,শুধুমাত্র আসল ক্ষনের অপেক্ষা।
এড়িয়ে যাওয়া অসম্ভব দিনক্ষণ যখন,
এটাই তো জীবনের আসল জয়,তবে
থরথর কাঁপে কেন বুক বিজয়ের শেষ।
আসল নকল হবে তখন প্রমাণ সকল,
শেষ রাতের পরে নতুন সকাল যখন !

২১.১১.২০২৩