বাঙালিদের করলো কাবু
জলো প্লাবনের হামলায়,
তাকিয়ে দেখ হিন্দু বাবু
শিশু ভাসছে গামলায়।
বৃদ্ধ জননী, গর্ভধারিণী,
মরছে জলে ডুবে;
জাতি ধ্বংস করতে পারোনি
ছাড়লে পানি সে ক্ষোভে।
পানির তলে দেশ ডুবিয়ে
করলে সর্বনাশ,
ভেবেছ কি এরি ভয়ে
হয়ে যাবে জাতি দাস?
রক্ত প্লাবন পেরিয়ে যারা
এসেছে এই দিনে,
মাথা নোয়াবার নয় যে তারা
রাখিও তাদের চিনে।
আরো ফন্দি আঁটিও তোমরা,
পাতিও মরণ ফাঁদ;
ভুলিয়া গিয়েছে বাঙালি জাতি
মরণ ভয়ের স্বাদ।
রচনা কাল Sep 2, 2:48 PM