দুখানা সিঙাড়া আর
এক লিটার ঠান্ডা,
এজন্যই কি হয়েছ বার
হাতে নিয়ে ডান্ডা?
খেতে পেয়ে এক পেকেট
আশি টাকার বিরানি,
পিন্ধা সবে হেলমেট জ্যাকেট
ভাইদের দিলা দৌড়ানি।
অসহায় বোন উঠেছে কাঁদি,
চেহারাই প্রতিঘাত,
কোথায় গেলো নারীবাদী,
কোথায় প্রতিবাদ?
কোথায় গেলো মানবতার
ফেরিওয়ালার দল,
রক্ত রুধির হচ্ছে জোয়ার,
নয়তো এসব জল।
হাতে পেয়ে বিদেশি বুতুল
যাচ্ছো তোমরা ছুটে,
হয়েছে তোমরা খাটের পুতুল
পাঁচশ"-হাজার নুটে।
কিসের লোভে জানিনা আজ
হয়েছো তোমরা মাতাল,
মাথায় আমার কারে না কাজ,
কবিতার লাইন বেতাল।
রচনা কাল Jul 16, 10:44 PM