কলম শোনে না কথা,
নাকি, মন খুঁজে নীরবতা,
নিজেও জানিনা তার মানে।
কলম লিখবে কি তা?
নাকি, বেলা ফুরাইবে বৃথা,
মন খারাপের টানে।
কলম কেন বোবা,
কেন, বাক্য হারায় শোভা?
কোনবা ত্রুটি, দোষে।
কেন বেহুশ কলম জাতি?
তাই ভাবি দিন রাতি,
আসবে কখন হুঁশে।
"রচনাকাল"
২ ১২ ২০২৪
সোমবার'
সকাল