গ্রাম থেকে গ্রাম গ্রামান্তরে,
শহর, নগর, স্বদেশ ঘুরে,
খুঁজে দেখো চারোদিগ,
মানুষের বেশে
ঘড়িতেছে দেশে
জারজ ছাত্রলীগ।
ওরা বোনের ওড়না নিয়েছে কেড়ে,
ভাইয়েরে নিয়েছে প্রাণ,
মায়ের নিয়েছে মানিক-রতন,
বাবার পেরেশান।
ওরা রূপ-চেহারায় মানুষ হলেও
হৃদয় পশুর মত;
ইতিহাস তারা করে থাকে একা,
ধর্ষণ করে শত।
দেশ, জাতি আর নিয়ম,নীতি
সব করেছে গ্রাস,
হেলমেট পড়া বাহিনী ওরা—
চাপাটির সন্ত্রাস।
ছাত্রলীগের চাপাটির কুপে
নিরীহ বিশ্বজিৎ;
অকালেই তার হারিয়েছে প্রাণ,
জমিনে হয়েছে চিত।
সত্যের বাণী করিয়া প্রচার,
মরিয়াছে আবরার;
ভাবিতেছি আজ, এরকম বীর
ফিরিবে কি কভু আর!
কত ছাত্রীরা হল ধর্ষণ,
হারালো আপন প্রাণ;
বাঁচিল না তবু কুমারী-রমণী
ইজ্জত করে দান।
কলমের কালি শেষ হবে আরো,
শেষ হবে সাদা খাতা;
ফুরাবে না তবু ছাত্রলীগের
অগণিত দোষ গাথা।
তাহাদের পথে হাঁটিও না কেউ,
বাড়িও না পা-চরণ;
তোমাদের মাঝে আনিও না কভু
তাহাদের আচরণ।
ছাত্রলীগের প্রাণ হারিয়ে
মরুক সংগঠন;
আর যেন কেউ না পাই "প্রভু"
এমন রঙ, গঠন।
রচনাকাল: ২৯ অক্টোবর ২০২৪
শেষ রাত