নিজেকে দিও না দানে,
ক্রোধ কিবা অভিমানে,
কিবা পাঁচশ, হাজার টাকা নোটে।
দুঃখ কিংবা সুখে,
সাহসটা রেখো বুকে,
সত্যের বুলি সবে রাইখো ঠোঁটে।
সবে যদি একহয়,
হবো মোরা টেঁকসই,
সহজে হবে না কভু ধ্বংস মোদের।
গুম, খুন, লুটপাট,
গণিকার উৎপাত,
আরো দেবো উড়িয়ে রাজ্য সুদের।
পর বলে চিরকাল,
না হয়ে ভেড়ার পাল,
আপন বুদ্ধি বলে বদ্ধ নয়ন খুলে খুঁজে নাও পথ।
অন্যের ইশারাতে,
না নাচিয়া দিনে-রাতে,
ভেঙ্গে ফেল যতো আছে মিথ্যার রথ।
রচনা কাল Aug 28, 7:01 AM