গগন কিংবা আকাশ ডাকি
অর্থ কিন্তু একি,
কবিতায় নাকি নকল রাখি,
বল্লা তুমি সেকি!
এখন তো আমি করিনি শুরু,
এতেই এত কিছু!
আগামীতে কি হয়ে কবিগুরু,
নিবে নজরুলের পিছু?
বন্ধু তুমি, মিত্র তুমি,
তুমিই একাই সকল,
কেমন করে বোঝাই আমি
কবিতায় নাই নকল।
অন্যের শ্লোক নিজের বলে
নেই না আমি ঝুঁকি,
আমার মনে যা চলে, তা
দিয়েই কবিতা লেখি।
উৎসাহ তুমি দিলে না ছুঁড়ে,
দিলে সে গুড়ে বালি,
যা ইচ্ছা বলে যাও মোরে,
দেব না আমি গালি।
লেখ যদি তুমি খাঁটি কবিতা,
আমি বলবো সাব্য,
লিখেছি আমি মাথা ও মুণ্ড,
এটাই আমার কাব্য।
"রচনা তারিখ" Jun 28, 10:46 PM