অমৃত্যের জোয়ারে
ঢেউ খেলে মোর দুয়ারে।

তবু নাহি জোটে
একফোঁটা অমৃত
এই হতভাগার ঠোঁটে।