রক্তে কি কোন ভেজাল ছিল,  
নাকি ছিলো কোন ফর্মালিন?  
তবে কেন অধিকার নিলো,  
বাজিয়ে তারা উরগ বিন?

কিনেছি তো তাজা রক্ত দিয়ে,  
দেশ, মাটি, গ্যাস, কয়লা;  
সব কিছুই তো যাচ্ছে নিয়ে,  
ফেলে রেখে শুধু ময়লা।

বিনিময়ে তারা দিচ্ছে প্রতি,  
সীমান্তে তাজা প্রাণ;  
মাটি শুঁকে আজও পাচ্ছে জাতি,  
রক্তক্ষয়ীর ঘ্রাণ।

শত্রুর মুখে মিত্রের গান,  
পাচ্ছি না কেউ নিস্তার;  
পানির অভাবে হারাচ্ছে প্রাণ,  
সুরমা তিতাস তিস্তার।

জোর করে আজ খাচ্ছে পানি,  
ভুলে গিয়েছে সব চুক্তি;  
যদি আবার হইবো জানি,  
চাই আমাদের মুক্তি।