অভিমানিনী তুমি, তুমি গর্ব
অহঙ্কারে ক্ষোভে তুমি পরাভূত, আচ্ছন্ন
তুমি সিদ্ধকাম, তুমি দক্ষ, নিপুণ
অলৌকিক বিদ্যায় তুমি বুৎপন্ন।
তুমি সহিষ্ণু, তুমি সাহচর্য
তুমি সহবতী, সহনীয়, অন্তরঙ্গ
তোমার সোহবতে লেখনী হাতে
লিখব আজ তোমার জন্য।
তুমি বাকনিপুণ, তুমি বাগ্মী
তোমার মুখের ভাষায় আছে নৈপুণ্য
তুমি প্রগলভ, তুমি বাদক, স্বার্থপর
তবুও লাজুক ছেলে তোমার নিমিত্ত মনকর্ষণ।
তুমি প্রোপাগান্ডা, প্রোৎসাহ
তুমি নিরীহ, তুমি নিঃস্পৃহ, নির্লোভ
আবার তুমি নিষ্ককরুণ, নিরুদম্য, হিংস্র
আমাকে করিয়াছ তুমি ধ্বংস।