তুমি কি সেই

শীতের ভোর বেলা জড়ো হয়ে
এক সাথে খেলা করিতাম।

তুমি কি সেই

বসন্তের বিকেলে তুমি আর আমি
গাছের আড়ালে হারিয়ে যেতাম।

তুমি কি সেই

গ্রীষ্মের দুপুরে দক্ষিণের পুকুর পাড়ে
আম তলায় গল্প করিতাম।

তুমি কি সেই

বর্ষার ঝির ঝির বৃষ্টিতে ভিজে
ভেলা নিয়ে শাপলা তুলিতাম।

তুমি কি সেই

শরতের রাতে উঠানের মাঝে বসে
আকাশের লক্ষ তারা গুনিতাম।

তুমি কি সেই

হেমন্তের সকালে নতুন আউস ধানের
পিঠা নিয়ে ঝগড়া করিতাম।