দিনে আমি মুক্ত, রাতে কোয়ারেন্টিন
দোষ চাপিয়ে দেই তাকে, তবুও
ভক্তি করি চীন।
পরিবহন নাকি বন্ধ আছে, বন্ধ নেই বেণু
যাত্রীরা রাস্তায় নেই, তবুও
প্রতিদিন সড়ক দুর্ঘটনা কেনো?
উপাসনা লয়ে পাশাপাশি, বাজারে ঠেসাঠেসি
কেউ মানে কেউ মানে না, তবুও
নাক মুখ ঢাকা থাকে, খোলা থাকে পেশি।
গরিবরা থাকে রাস্তার মোড়ে, ধনীরা চড়ে গাড়ি
লকডাউনটা বুঝি মধ্যবিত্তের, তবুও
কারা ঈদে যাচ্ছে বাড়ি?