ভাটিয়ালি গেয়ে তুমি নদী পার করিতে
বছর শেষে বাড়ি বাড়ি চাল ডাল তুলিতে।
হালুয়ার ঘাট আর বুড়ির ঘাট
নেই তো আর পারাপার।
ফুড়ুৎ ফারুৎ যাচ্ছে গাড়ি
লাগছে না আর ঘাটের মাঝি
ভাটিয়ালি, জাড়ি, শাড়ি
হচ্ছে না আর পথের প্যাচালি।
শুকনোতে হয় শালার ব্যাটা
বর্ষাতে মিয়া ভাই
পার করে দাওনা মাঝি
পয়সা করি নাই।
এখন আবার উল্টাটা
ভাড়া দে শালার ব্যাটা
টাকা করি নাই যদি বলি
নেমে পর সামনের স্টেশন আসে যদি।