জীবন যে এতো কঠিন বুঝিনি তো আগে
জীবনে শুধু টাকা আর টাকা লাগে।

কত টাকা করেছি আয় অবৈধ ভাবে
ব্যয় করি নাই তা আমি ভাল কাজে
এখন আমার শূন্য হাত ফকির দেখে হাঁসে।

টাকার তোষক টাকার বালিশ
ঘুমিয়েছি এ সি রুমে।

সারি সারি বালিশ বিহীন কত জন
এখন আমার শূন্য বিছানা কারাগারে।
কোথায় বালিশ, কোথায় এ সি প্রিয়জন খবর লয়নারে।

ক্ষমা কর ওগো প্রভু আমারে
সুযোগ দাও আর একবার ভাল কাজে।

সে সুযোগ আর নেই কিয়ামত শুরু
তওবার দরজা বন্ধ আগে বলেছি তোরে
এখন তুই জাহান্নামে যাবি চলে।

-------------------------
রচনাকালঃ ১৪-০৭-২০০৭