কবি যখন স্বপ্ন দেখে
বৃদ্ধা এসে হাজির
তওবা তওবা
প্রয়োজন নাই কাজীর।
স্বপ্নটা খারাপ ছিল না
দেখতাম যদি যুবতির
বউয়ের কাছে করল সে
এই তার আকুতি।
বৃদ্ধ বয়সে মতিব্রম
বলছো তুমি কি
মান্ডার জঙ্গলে গিয়ে
ভাবনা বেড়েছে এই আর কি।
ওগো শুণ শহর ছেড়ে খোলা হাওয়ায়
যৌবন গেছে বেড়ে
স্বাজ সকালে উঠে দেখি
নেকড়ে আছে তেরে।
রেগে বেগে স্ত্রী গেলো চড়ে
বটি দা উঁচু করে।