আস্ সালামু আলাইকুম। নিশ্চয়ই আল্লার রহমতে সবাই ভালো আছেন। আমি বাংলা-কবিতা.(ডট)কম এ প্রায় শুরু থেকে যুক্ত হই। বেশিরভাগ সময় কবিতা পাঠ, মন্তব্য্ পড়া, মন্তব্য্ করা ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকতাম। প্রতিদিনই কোনো না কোনো ধরনের কবিতা লিখতাম। হঠাৎ কর্মব্যস্ততার পাশাপাশি সামাজিক যোগাযোগের প্রতি আসক্ত হয়ে পরি। তাই কবিতা লিখা থেকে দূরে সরে যাই। এখন সামাজিক যোগাযোগ সাইটগুলো সকল পেশাদারীর হাতে চলে যাওয়াতে ব্যক্তিত্ব থাকে না। তাই আমি আবার আপনাদের মাঝে ফিরে আসি। বাংলা-কবিতা.(ডট)কম সমসাময়িক উপযুক্ত একটি ওয়েবসাইট। এই সাইটি পূর্বের চেয়ে উন্নত করেছে, আরো কয়েকটি ফিচার যোগ করেছে। দেখে ভালো লাগলো। এখানে আপনার অবসর সময় কাটানোর উপযুক্ত মাধ্যম । আজ আমি একটি কবিতা(কে বলেছে জগৎ পরিবর্তন হয় নি) পোষ্ট করেছি। যা ১৩-০৮-২০১৫ তারিখে আমার ফেসবুক ওয়ালে পোষ্ট করেছিলাম। আশা করি ভালো লাগবে। আমার জন্য দোয়া করবেন যেন সবসময় আপনাদের সাথে থাকতে পারি। সকল কবি ও কবিতা পাঠকদের প্রতি শুভ কমনা রইলো।
আলোচনাটি ৭৬৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ১২/০৭/২০১৬, ২১:২৫ মি: