ওগো শালিকা, ওগো বালিকা
কেমনে অমনে ডাক।
অরুণ আঁখিতে করুন পলকে
নিভ্রিতে চেয়ে থাক।
ওগো কিশোরী, বন কেশরী
নিয়ে ছলনা;
চঞ্চল মনে কথা বল কিবা বল না।
ওগো কিশোরী, বন বীথিকা
ফুল যূথিকা
কণ্ঠে তোমার কি আছে সেই গীতিকা?
ওগো বিরাগী , ওগো অনুরাগী
কারণে অকারণে রাগে বিরাগে
আঁখি কর ছলছল,
হৃদয় হয়েছে টলমল ।
কণ্ঠে তোমার একি কান্না
মায়াভরা আঁখি নিয়ে
একা নিরালায় একা কোণে
যাও বেদনা দিয়ে ।
নিরব মনে ব্যস্ত ক্ষণে
নিরব স্বর ধ্বনি
ক্ষণিক থেকে চঞ্চল মনে
উঠিছে তোমার ধ্বনি
খানিক বাদে যেই তুমি সেই
ভুলেছ সকল ব্যথা
কণ্ঠে তোমার ফুটছে সেই কিশোরী চঞ্চলতা ।
রচনাকাল- ৬ ই শ্রাবণ ১৪২৮