তুমি যেমনটি আমায় চাও
হয়তো আমি তেমন টি নয়
তবুও আমি তোমার মতই
তোমার সকল সুখে অসুখে
আমি তোমার, তবুও আমি তোমার
তোমার নীরব ব্যথার কারণ এই আমি
তা আমি জানি, তা আমি মানি ।
তোমার অশ্রুশিক্ত দিনে শ্রাবণের ধারার মতই আমি
তোমার ক্লান্ত দিনে হিমেল বাতাস হয়ে আসি আমি
তোমার একাকী দিনে আমি তোমার সাথী
তবুও আমি তোমার, তা তুমি জানো।
তোমার অযত্ন দিনে স্নেহ ভরা কেউ তো আমি
তোমার শত আঘাতের কারণ ও আমি
আঘাতের মাঝে যে ব্যথা ভুলাবার কারণ তাও আমি
তোমার একাকী বিকেলের হাতের শিউলি ফুল আমি
আমার সকল ভুলের কারণে অকারণে আমি তোমারি
তবুও আমি তোমার, সকল সুখে দুখে আমি তোমার।
যখনি তোমার দেখি মুখখানি, ভুলায় সকল ব্যথা
শত দিবসের শত গ্লানি ঘুচে যায়, মনে ভাসে কত কথা
তোমার হাসির নীরব ভাসা, জাগায় মনে প্রাণে কত আশা
কত ভালোবাসা কত আবেশ, দিবসে জড়ায়ে আছে
তুমি আছ তাই শত আশা আছে, বাঁচিবার বাসনা আছে
আছে পুরাতন অতীত আছে কত শত ব্যথা
সব ভুলে যায় যখন দেখি তোমার মুখের হাসি
যখন শুনি তোমার কণ্ঠে নীরব আশার বাণী
তবুও তোমায় ভালোবাসি, এই আমি জানি
তুমি আছো চিরকাল আমার পাশে ছায়ার মত
যত অভিমান আশে কিবা যায় সব ভুলে তুমি আছ
তাই তো আজও আমি তোমার , আমি তোমারি চিরকাল ।
রচনাকাল ১০ মে ২০২৩
স্থান টাংগাইল