শ্রাবন্তী, তুমি তো এক কিশোরী নারী
ঘন কালো চুলের অন্ধকারে আড়ালে রাখ নিজেকে!
কিংবা তুমি এক জলের মত,
বিচ্ছেদের বেদনায় সুপ্ত হয়ে আবেশ ছড়িয়ে যাও।
বসন্তের শেষ বিকেলে যেমন পাতা ঝরে
তুমি ঠিক তেমনি এক শূন্য শাখা;

বিকেলের নরম নরম জলের বুকে যে পাতা
ভেসে চলে যায় কোন এক অজানায়?
ক্ষনিকের দেখা অদেখায় তোমার কাছে
আমার এ হৃদয় রেখে যায় দায়।

শ্রাবন্তী, এই দিকে আলোর পথ
এই দিকেই রয়েছে আশার বানী,
শতাব্দীর সংঘাতের পর নতুন আলো এসেছে।
শত ভয় অভয় বিভেদ শত কাজ
তুমি কি চঞ্চল অশ্রু হয়ে ধরা দেবে আজ?




৮ এপ্রিল ২০২৫
শেরপুর সদর