এই তবে হোক জীবনের শেষ লিখা
সন্ধ্যার প্রদীপ নিয়ে হাতে শেষ দেখা।
সোনালী চয়নগুলি পেল না তার মূল্য
নিজেরে করিলাম বারেবারে অপমান!
ছিলনা কালিমা ছিলনা আপনা চিন্তা
যা ছিল তা শুধু ব্যর্থ সময়ের ক্ষ্যাপন।
আজি এই অবেলায় নিজেরে ভাবায়
পিছে যা কিছু আছে তা আপন টানে
জীবনের শেষ পথে এসে আজ আমি
দাঁড়ায় রয়েছি এই অচল দুই পায়ে।
তোমার কথার ভারে কেটে গেছে বেলা
সন্ধ্যার প্রদীপ লয়ে তাই বসে আছি একা
আমার লিখা আজ পড়ে আছে হেলায়;
কোন এক পথের মাঝে অন্ধকার ঘরে।
সেখানে আমারে করে নিষ্ফল আবেদন
আমি দূর হতে শুধু গোনি দিন ক্ষন।
শত কালের কলঙ্ক লয়ে আছি এই পথে
কোন এক গভীর অরণ্যের মাঝে রথে।
সেখানে রূপালী চাঁদ আমারে আশা দেয়
স্বচ্ছ নদীর ঢেউ আমারে ঢেকে নেয়
বলে তারা নিয়ে তাদের লিখতে চয়ন
শত কথা শত রূপের অলিখিত চয়ন
আমি বলি আমি যে করেছি পণ।
আমার লিখার ভার হয়েছে আজ ক্ষান্ত
তোমাদের অনুনয়ে গভীর ভারাক্রান্ত ।
যা ছিল আশা এই দুই চোখে হল দেখা
সন্ধ্যার প্রদীপ লয়ে হাতে এই শেষ লিখা।

২৩ শে এপ্রিল ২৩
দুপুরবেলা (রাজশাহী)