এই তব হোক জীবনের শেষ কথা
সন্ধার আকাশে জমে থাক
            জীবনের শত ব্যথা ---
আমার এ চয়নগুলো পেল না তার ভাষা
নীরবে নির্বাসনে পড়ে রইলো সব আশা।
নিষ্ঠুর এ অনাচার তোমাদের মনে মনে
যাদের ভেবেছি আপন নিরবে সঙ্গপনে;
তারা শুধুই অবহেলা, আর আঘাত!
নীরবে গটানু তাই একা অশ্রুপাত।

তার পর যত আশা তারি নিরাচলে
জীবন গিয়েছে বহে একা ভেসে জলে;
এসব ভেবে ভেবেই কাটালাম অর্ধ জীবন
মিছে আশায় মিছে সব তারি অকারণ।
থাক তবে নব পরিচয় থাক শেষ কথা
সন্ধার আকাশে জমে থাক
            জীবনের শত ব্যথা ---

কবিতা - শেষ কথা
মুস্তাকিম
৭ জুন ২০২৩ (সন্ধ্যা)