আগামীতে কি রিহিয়াছে মোর তরে
তা আমি জানি, তাই আমি মানি!
গভীর স্বপনে আমি দেখিয়াছি মোর অতীত
তারি পথ ধরে জানিয়াছি মোর ভূত্ব ভবিষ্যৎ
মোর শিহরে জাগে আজ তারি বাণী
আগামীতে কি রহিয়াছে মোর তরে
                          তা আমি জানি।

অতীতে কি ছাড়িয়াছি কি ছিল মোর অগ্রে?
তা আমি জানি, তাই আমি মানি!
বেদনার পথ ধরি চলিয়াছি আগামীর পথে
ছাড়ায়াছি যাহা কিছু তাহা শুধুই জীর্ণ অতীত,
মোর কর্ণে বাজে আজ তাহার করুন বাণী
অতীতে কি ছাড়িয়াছি কি ছিল মোর অগ্রে
                              তা আমি জানি।

মাঝ পথে কিবা চলিতেছে মোর সনে
তা আমি জানি, তাই আমি মানি!
প্রত্যহের নিত্যদিন চেনা অচেনায় যাহাদের
রাখিয়া অতীত-ভবিষ্যৎ, ধরিয়াছি তাহাদের
মোর হৃদয়ে জাগে তাহাদের আশার বাণী
মাঝ পথে কি চলিতেছে মোর সনে
                             তা আমি জানি।

অতীতে যাহাদের জানিয়াছি আপনে
           মাঝ পথে তাহাদের রেখেছিনু ধরে
আগামীর আশা লয়ে তাহাদেরি সনে
    আজ চলিতেছি চিরকাল একা পথ ধরে
কত যাওয়া কত আশা এই পথ ধরে
     দিনশেষে জানিলেম কেহ নয় কারও তোরে ।



অতীত বর্তমানের মাঝপথে
মুস্তাকিম
রচনাকাল- পহেলা ফাল্গুন ১৪২৯
স্থান - নিরালার মোড়, টাংগাইল
সময় - রাত ৮.৩০ ।