এ জগত বড়ই অসহায় অর্থের কাছে
যাহা রহিয়াছে জীবনে তাহা পড়ে আছে পাছে।
ব্যর্থমনোরথ লইয়া বহিঃ এ জীবনসংসার
জীবন যৌবনমাঝে একি হাহাকার!
এ জীবনে চাহি নাই যাহা কভুক্ষণে
তাহা কেন জড়াইয়া ধরে কারণে অকারণে?
কেনই বা আশা আসে মরিচিকা বেশে
নিরাশার বেড়াজালে পড়ি আছি শেষে।
জগতসংসারময় এত প্রিয়মুখ
কোথাও পায় নি কভু ক্ষণিকের সুখ
সকলির কাছে হইয়া আজো চিরঋনী
বিরহের মাঝে একা ক্লান্ত দিন গোনি
এতো হাসি এতো সুখ জগতের তরে
হৃদয় পড়িয়া আছে একা অনাহারে
এতো দুখ এত ব্যথা এতো কথা ভাসে
কেমনে আছি কভু কেহ নাহি জিজ্ঞাসে
আশার অতীব হইয়া নিরাশার পথে
একা একা ঘুরিফিরি শীতের প্রভাতে
তবুও এ জীবন বহিয়া চলে আপন সংগীতে
বেদনার কথা ফোটে প্রভাতের গীতে।
অর্থহীন জীবন
মুস্তাকিম
০২-০১-২০২২