বাঁচিতে চায় না আমি এ নিষ্ঠুর ভুবনে,
এ নিষ্ঠুর জগত হতে বিদায় চাই।
এই আলো কিংবা এই সলিল পবনে
যদি চির-জনমের মুক্তি পাই !
চারিদিকে এতো বেদনা দিয়েছে যারা !
হাসি খেলা মাঝে ডুবে ছিল তাঁরা,
কত দুঃখ কর বিরহে নিরহ এ প্রাণ --
মরণ দিয়ে রচিব আজি তাদের জয়গান।
তোমাদের অনুযোগে রিক্ত ছিল প্রাণ
কানন পুষ্প বনে কাঁটা হেরি যবে,
তোমারি ব্যথার দানে মোর প্রতিদান
শোভিত পদ্মজ্বলে মরণ ফুটিবে !
জানি তব নব সুখে সকলি হাসিবে
মোর যত স্মৃতিকথা বাতাসে ভাসিবে !
রচনাকাল ৫ই চৈত্র-১৪২৭