শেষ হইয়াও হইলো না শেষ
সে'কি মোর বিদ্বেষ;
সে'কি মোর ব্যথা
কাহারে সুধাবো সেথা
কাহার তরে মোরে করিনু আজ নিঃস্বেষ।
দেখা হইয়াও হইলো না দেখা !
চিরতরে নিদ্রিত একা;
চিরতরে আঁখির অশ্রু জলে
তাহার কুসুম ছায়ার তলে
তাহার পানে আজি এ পথ চেয়ে থাকা।
পেয়েও তবু পায় নাকো তারে
ঘুরি ফিরি তারি দ্বারে-
ঘুরি ভ্রান্ত প্রেমিক বেশে
শূন্য হাতে ফিরি অবশেষে
শূন্য'তার মাঝে একা বসে আজি আঁধারে।
তুমি যে পথে ছিলে হৃদয় মেলে
সে পথ গেছো ভুলে --
সে পথে আজি শূন্য ঘাতে
তোমারি স্মরণে কুহেলী রাতে
তোমারি তরে তব হৃদয় মোর দোলে ।।
তাই আজ শত ব্যথা নিয়ে তোমাতে করিনু শেষ
এই ছিল ব্যথা এই মোর বিদ্বেষ ।।
রচনাকাল – ২৫ নভেম্বর ২০১৯