মোনা
সে খুব ভালো, একজন মেয়ে
সে প্রত্যহ ভোরে ঘুম থেকে উঠে,
ফজর এর সালাত আদায় করে!
মধুর সূরে কুরআন তেলাওয়াত করে
তারপর'সে চাকুরির জন্য পড়াশোনা করে।

'মোনা' পরিবারের বড় মেয়ে
সে পরিবারের কথা সবসময় চিন্তা করে;
তার পরিবারে তিনটি ছোট্ট বোন আছে
তার ছোট বোনদের সে খুব ভালোবাসে'স্নেহ করে
তার বাবা-মা তাকেও স্নেহ করে অনেক ভালোবাসে।

মোনার দারুণ বাচনভঙ্গি!
সে দেখতেও মিষ্টি একটি মেয়ে
সে মাঝে মাঝেই চোখে চশমা পরে থাকে;
(তখন তাকে একদম মেডাম এর মত লাগে)
সে খুবই সুন্দর সাবলীল করে কবিতা আবৃত্তি করে।

'মোনা' কখনো রাগে না
সে সব সময় সত্য কথা বলে!
সে খুবই স্পর্শকাতর এক বালিকা
দু:খ্য পেয়ে একা একা নিরবে কান্না করে
ক্ষনিকের অসুখে সে অধিক কাতর হয়ে পড়ে।

মোনার অনেক বন্ধু আছে
(অনেকেই মনে করে কিন্তু তা নয়)
তার খুব ভালো কিছু বন্ধু আছে
সে মাঝে মাঝে তাদের সাথে ঘুরতে যায়
গল্প করে, ছবি তোলে, বাসায় ফিরে আসে।

মোনার অবসর খুবই সুন্দর
অবসরে সে কবিতা আবৃত্তি করে
গুন গুন করে একা গান করে (বেসুরে)
ছবি অংকন করে, কবিতা লিখে, বই পড়ে,
গল্প শোনে, আর ইসলামের মর্মকথাগুলো দেখে।


মোনা কে?
মোনা আসলেই "মিনার" মত একজনা
নিজেকে তুলে ধরতে চায় সকলের মাঝে।
আমি কে? হয়তো মোনার একজন ভালো বন্ধু
বিপদে-আপদে, সুখে-শান্তিতে পরস্পর সহযোগি সাথি
ক্ষনিকের নয় হয়তো চিরকালের এক অতিথি।  


মোনার কথা 🌸🌺🥀
মুস্তাকিম বিল্লাহ
১২ই পৌষ ১৪২৯
২৭শে ডিসেম্বর ২০২২ (শীতকাল)