মেয়ে   সব
করে    জব
রাত     হলে
কল     রব
দিন     হলে
দলে    দলে
ছুটে    চলে
কর্ম    স্থলে
নিজ   মনে
নিজে  চলে
মাঝে  মাঝে
কথা    বলে
রাগ    হলে
চুপি    মনে
নিজে  নিজে
ব্যথা   গোনে
চেয়ে   রয়
আন   মনে
কারো  নাহি
কথা    শোনে
মেয়ে   সব
বড়      ভালো
আসে   দিন
ফোটে  আলো
আসে   রাত
কাটে    ভালো
প্রতি     ক্ষণ
প্রতি     দিন
ভাসে    মন
যায়      দিন
মেয়ে    সব
বড়       বাজে
আসে    নকো
কোন    কাজে
একা     মরি
আমি    লাজে
কিবা     করি
ভাবি     তাযে
মেয়ে    সব
বড়       পাজি
বড়       মনে
ধরে      বাজি
যদি      হারে
ভাঙ্গে   তারে
বুকে    ভয়
ব্যথা    বাড়ে
তাই    নিয়ে
কথা   বাড়ে
এই     নিয়ে
রাত   বাড়ে
মোর  চোখে
ঘুম    কাড়ে


মেয়ে সব
মুস্তাকিম
১২ ভাদ্র ১৪২৮