প্রভাত সকাল মাঝে, ঘন কুয়াশা।
ঘরে একা বসে আছি, নিয়ে নিরাশা।
থেকে থেকে মৃদু বেয়ে
বায়ু আসে অতি ধেয়ে ,
একা দ্বারে আনমনে
ক্ষীণ-হতাশা --
দেখিতে দেখিতে কাটে ঘন তমসা।
তারি মাঝে নিজ গৃহে, আমি একেলা,
আসে দিন যায় বেলা করি অবহেলা।
চারিদিকে আলো মাখা
তটিনীর ঢেউ বাঁকা
গগনেতে মেঘে ঢাকা
প্রভাত বেলা ---
ঘরে একা বসে আছি, করে অবহেলা।
দিবা মাঝে লোক কাজে কারা ঐ ছোটে?
নীরদের ভেলা ঠেলে, রবি আলো ফোটে।
বনে পাখি তোলে সুর,
ভেসে আসে বহুদূর --
তারি সুরে বিধুর
তারি সাধে মেটে
নিজ গৃহে দিবা মাঝে, একা দিন কাটে।
সোনা মাখা রোদে ঢাকা-সে বিকেল ক্ষণে,
প্রকৃতির রুপ চাহি চঞ্চল মনে।
জল-তলে আলো দোলে,
মাঝি চলে পাল তোলে
একা মনে সুর তুলে
বিকেল ক্ষণে ---
চেয়ে রই দূর পানে আমি আনমনে।
বেলা শেষে সাঁঝ ক্ষণে আলো নিভে আসে।
একা বসে দার পানে থাকি হতাসে!
পাখি নীড়ে ছুটে যায়
হিম শীত বায়ু বায়
ঘন এই কুয়াশায়
থাকি হতাসে ---
দূরে ঐ কোকিলের সুর ভেসে আসে।
সব শেষে রাত আসে কালো ঐ রাত
নিদহীন বসে আছি মেলে আঁখিপাত।
কুহেলি আঁধার ঘিরে
স্মৃতি আসে ফিরে ফিরে,
আমার এই ছোট নীড়ে
দে’য় করাঘাত ---
একা গৃহে কেটে গেল কুয়াশার রাত।।
রচনাকালঃ- ২৯ সেপ্টেম্বর ২০১৯