তোমার এ দান আজি নহে হে বন্ধু নহে কোন ক্ষুদ্র উপকথা
জাগিয়া উঠিল আজ চৈত্রের প্রখর দিনে অতীতের ব্যকুলতা।
আমার এ প্রাণ আজি জাগিল, জাগিল আজি সজীবতায়!
জীবিনের যত আশা মাগিল আজি তারি আকুলধারায়।
যত গ্লানি নিরাশার বাণি মুছিয়া গেল আমার এ ব্যকুলপ্রাণে;
ক্ষান্ত হল জীবনে যত ব্যথা তোমার ঐ বিজড়িত ক্ষদ্র দানে।

আমার এর চঞ্চল জীবনধারায় আছে ক্ষণে ক্ষণে নিরাশার বানী
তোমার শত কথার মায়ার মুছিয়া গেল অতীতের শত গ্লানী।
কত যাওয়া আশা কত হতাশা নিত্যদিনের শত কাজের মাঝে
সব আজি অতীত হইয়া মোর হৃদয় অন্তরালে নীরবে বাজে ।
আগামির আশা হয়ে যারা আছে কাছে কিবা সহস্রক্রোশ দূরে
তারাই আজ নিবেদিত প্রান রহিলো মোর হৃদয় অন্তরালে ।

এমনি করিয়া আজি জীবনের নিত্যধারায় বহিয়া চলিছে শত ব্যকুলতাটা । আছে দান প্রতিদান আছে শত অনুযোগ; আছে হাসি কান্না আছে অতীতের শোক।  সব কিছু তুচ্চ আজ যুগে যুগে জানিল এ প্রান; বৈশাখের প্রথম প্রহরে তোমার এ ক্ষুদ্র দান ।

ক্ষুদ্র দান
১লা বৈশাখ ১৪৩০