কাউকে ভালোবেসেছিলাম একদিন
কেউ তো রয়েছে এই প্রাণে
রয়েছে আশে পাশে আবেশে জড়িয়ে
তবুও সে জানে ---
বহুদিনের পুশে রাখা এই প্রেমে
হৃদয়ের আবরণ এখন রয়েছে ঢাকা৷
তার প্রেমহীন মায়াবী দুই চোখ আজও  
চেয়ে আছে মোর গহীন হৃদয় আকাশে
যেখানে মেঘে মেঘে শোনায় তার কথা৷  

কাউকে ভালোবেসেছিলাম একদিন
সে তো রয়েছে এখন এই প্রাণে
বসন্তের বাতাসের মত মাঝে মাঝে দেয় নাড়া৷
চৈত্রের ক্লান্ত এই বুকে সে সুখের মত ছায়া--
তার যাওয়া আশা যেন বৈশাখের ঝড় হাওয়া
তবুও সে জানে ---
তার ভাষাহীন আহব্বান আমার প্রাণে
হেমন্তের নীল আকাশের মতই সে শান্ত৷
শীতে জমে যাওয়া তার মায়াবী মুখ বড়ই ক্লান্ত৷

সে এখনো রয়েছে চিরকাল
চির দিবসের মত চিরচেনা হয়ে৷
তবুও তো সে জানে
তাকেই ভালোবেসেছিলাম একদিন৷

কাউকে ভালোবেসেছিলাম একদিন
২৭ এপ্রিল ২০২৩
স্থান - রাজশাহী