আজি এই নব দিনে
   কত শত কথা জাগে শুধু মনে
অতীতের শত স্মৃতি সংঙ্গপনে
           মাঝ পথে  দিয়ে যায় নাড়া ।
আজি এই শুভ নব ঘন জন্মদিনে
            এই বাদলের দিনে, মেঘলা আকাশে মাঝে
            ব্যকুল করা বাতাসে সেই কথায় শুধু জাগে
আজিকার দিনে তোমার ঐ প্রথম জন্ম লগ্নে
জগতের কত স্নিগ্ধ বাতাস বহিয়াছিল
  ব্যকুল করেছিল মোরে
          তুমি এসেছিলে ভরিয়া জগৎ জুড়ে।

আমি তো এসেছিলেম পূর্বে
  তুমি এলে তারি পরে
    এলে দোলাতে মোর ভূবন
নিয়ে জগতের কত শত আয়োজন ।
    তুমি এলে বাদলের দিনে, ঝর ঝর ধারার মাঝে।
এলে আকুল করা চঞ্চল দিনে কোন এর সাঝে,
       নিভু আলোর ভেলায় ভেসে
                      এই ঝরঝর ধারার মাঝে ।

আমি তো একা অজানা এই জন!
  জীবন আঁধারে নির্জন
কত আঘাতের রিক্ত বেদন মোর
কত ব্যাথার দান দিয়াছে কতজন!
   তারি মাঝে কোথ এক সাঁঝে
        এলে মোর কাছে
   প্রিয়জন হয়ে জাগায়েছ অজানারে
অতীতের শত গ্লানি মুছিয়াছ নিমিশে ।
ক্লান্ত নিশিরে করেছ মুখিত দিনের মত
              রহিয়াছ জুড়িয়া এ জগৎ ।

এমনি করেই একদিন মৃত্যু চাহিবে মুখপানে
   নিয়ে যাবে দুজনেরে সংজ্ঞপনে
     মুছে যাবে সব স্মৃতি বিস্মৃতি
         পড়ে রবে শুধু এ জগত
              অতীতঅনাগত পথমাঝে
        জন্মদিন মৃত্যুদিন আসিবে শত শত ।

জন্মদিন
মুস্তাকিম ১৫ ই শ্রাবণ ১৪২৯
বনানী,ঢাকা ।